আমার পাঠশালায় এসো ঘরে বসে পড়।আমার পাঠশালায় এসো ঘরে বসে পড়।আমার পাঠশালায় এসো ঘরে বসে পড়।





" অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম । আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে ,আমার অনলাইন লাইভ ক্লাসে অংশগ্রহণের জন্য ZOOM ID-912 837 1339 এবং PASSWORD-123456 "



Tuesday, December 08, 2020

           আশুগঞ্জ তাপ বিদু্যৎ  কেন্দ্র উচ্চ বিদ্যালয়

দশম শ্রেণি

ভূগোল ও পরিবেশ

বাড়ির কাজ


১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

শিক্ষক অনিককে বোর্ডে বায়ুমন্ডলে স্তরবিন্যাস দেখিয়ে একটি চিত্র আঁকতে বলেন। অনিক ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রথম তিনটি স্তর চিহ্নিত করতে পারে, অতঃপর আটকে যায়। শিক্ষকের নির্দেশে তখন সৌরভ বাকি স্তরগুলোর চিহ্নিত চিত্র অঙ্কন করে।

ক.বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তর কোনটি?                              ১

খ.স্ট্রাটোমন্ডল সম্পকে লিখ।                              ২

গ.সৌরভের চিহ্নিত স্তরগুলোর বৈশিষ্ট্য বর্ণনা কর।                              ৩

ঘ.তুমি কী মনে কর অনিকের আঁকা স্তরগুলোই বায়ুমন্ডলের সর্বাধিক গুরুত্বপূর্ণস্তর কোনটি-মতামত দাও।          ৪



২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

বাংলাদেশি জাহাজে কর্মরত একজন নাবিক। সমুদ্র পথে বিভিন্ন দেশে ভ্রমণের সময় তিনি এক অঞ্চলে লক্ষ করলেন পানি 

বেশ ঘন এবং তাপমাত্রাও অপেক্ষাকৃত কম। তার চিন্তায় তখন আসলো জাহাজ চলাচল ব্যতীত এই স্রোতের আরও বিভিন্ন দিকে প্রভাব আছে।


ক.উপসাগর কাকে বলে?                                                                                              ১

খ.সমুদ্রের পানিরাশির স্থানান্তর একটি প্রবাহচিত্রের সাহায্যে দেখাও।                                                                         ২

গ.সমুদ্র পথে ভ্রমণকালে এনামুল হক সমুদ্রস্রোত সৃষ্টির কোন কারণগুলো চিহ্নিত করেন? বর্ণনা কর।            ৩

ঘ.নাবিকরে চিন্তায় আসা বিষয়টির প্রভাব বিশ্লেষণ কর।                                                             ৪



৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

দৃশ্যকল্প-১ : দীর্ঘদিন বৃষ্টিহীন, প্রকৃতি তার স্বাভাবিক কোমলতা হারিয়ে রুক্ষ হয়ে উঠেছে। যার ফলশ্রæতিতে ফসল উৎপাদন কমে গেছে।

দৃশ্যকল্প-২ : উপকূলীয় গ্রাম । এক চৈত্রের শেষে গ্রামটি ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল। চারদিকে হাহাকার।


ক.বর্ষাকালে বাংলাদেশে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়?                                                              ১

খ.ভূমিকম্পে লিফটে থাকাকালীন কী করণীয় ব্যাখ্যা কর।                                                           ২

গ.দৃশ্যকল্প-১ এ নির্দেশিত ঘটনার প্রভাব কী হতে পারে?                                                                        ৩

ঘ.দৃশ্যকল্প-২এর নির্দেশিত ঘটনাটির বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধর।                                              ৪


No comments:

Post a Comment